যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য প্রস্তুত ট্রাম্প

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবতরণ করবেন। এটি যুক্তরাজ্যে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।
এই সফরে ট্রাম্পকে আকৃষ্ট করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় যুক্তরাজ্যের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যে যুক্তরাজ্যের সরকার মার্কিন প্রেসিডেন্টকে সর্বোচ্চ কূটনৈতিক আতিথেয়তা প্রদান করবে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান রয়েছে। প্রধান অর্থনৈতিক দেশগুলো মার্কিন শুল্কের সঙ্গে লড়াই করছে। এমতাবস্থায় যুক্তরাজ্য আশা করছে যে তার রাজতন্ত্রের জাঁকজমকপূর্ণ আতিথেয়তা ট্রাম্পকে পাশে রাখতে সাহায্য করবে।
বহুদিন ধরে ব্রিটিশ রাজপরিবারের ভক্ত ট্রাম্পকে একটি গাড়ির শোভাযাত্রা এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে উইন্ডসর ক্যাসেলে এক বিশাল রাজকীয় ভোজসভার মাধ্যমে আপ্যায়িত করা হবে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় রাজা চার্লসের নিজ হাতে লেখা একটি আমন্ত্রণপত্র ট্রাম্পকে হস্তান্তর করেন।
স্টারমার এই আমন্ত্রণকে ‘অসাধারণ ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘এমন আগে কখনো ঘটে নাই।’
আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প স্টারমারের কাছে রাজা তৃতীয় চার্লসকে ‘মহান, অসাধারণ ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেন।
চার্লস বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ট্রাম্পের সফরে, বুধবার ও বৃহস্পতিবার জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ দু’টির মধ্যে ‘অটুট বন্ধুত্ব’ ‘নতুন উচ্চতায় পৌঁছাবে।’
উভয় পক্ষ একটি নতুন পারমাণু প্রকল্পের গতি বাড়ানোসহ ১০ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করতে চলেছে। ব্রিটিশ কর্মকর্তারা যাকে ‘বিশ্ব নেতৃস্থানীয় প্রযুক্তিগত অংশীদারিত্ব’ বলে অভিহিত করেছেন।
এই সফরে ইউক্রেন যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান পাবে।
স্টারমার কিয়েভের প্রতি সমর্থন দেওয়ার জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। যদিও ট্রাম্পের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদমির পুতিনের দিকে ঝুঁকে পড়ার লক্ষণ রয়েছে।
এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যে প্রথমবার রাষ্ট্রীয় সফরে যান ট্রাম্প। ওই সময়ে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন।