শনিবার ০৮ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস শেরপুরে মায়ের পিছু পিছু সড়কে গিয়ে প্রাণ গেল শিশুর নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

ইসলাম

টঙ্গীতে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমা

 প্রকাশিত: ১৫:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার দোয়ার মাধ্যমে তাবলিগ জামাতের মাওলানা জোবায়েরের অনুসারীদের এই জোড় ইজতেমা শেষ হয়।

আয়োজক (শুরায়ী-নেজাম) তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, দোয়ায় শরিক হওয়ার জন্য সকাল থেকেই ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল ধর্মপ্রাণ মুসলিম ময়দানে আসেন। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।

এর আগে যারা তাবলীগে বের হবেন তাদের জন্য জোড় ইজতেমার শেষ দিন ফজর থেকে দিকনির্দেশনা মূলক হেদায়তি বয়ান করেছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান সাহেব। তা বাংলায় তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন।

এরপর নসীহত মূলক বক্তব্য পেশ করছেন, ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এবং তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)।

নসিহত মূলক বক্তব্যের পরপরই দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব।

এর আগে শুক্রবার ফজরের পর এই জোড় উজতেমার শুরু হয়েছিল।

ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতি বছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা হয়ে থাকে। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান। যার জন্য পুরো বছর ধরে তারা অপেক্ষায় থাকেন।

এবারের জোড় ইজতেমার অংশগ্রহণ করেছেন মাওলানা জোবায়ের পন্থিরা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।