বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের তেলবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ

 প্রকাশিত: ১৭:৫৮, ৭ এপ্রিল ২০২১

ইরানের তেলবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ

লোহিত সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে কেউ হতাহত হয়নি, তবে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (বুধবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছয়টায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। কীভাবে এবং কেন বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইরান এ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

খাতিবজাদে আরো বলেন, ইরানের সাবিয নামের এই জাহাজটি আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক স্টেশন হিসেবে লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ পথে অবস্থান করছিল। জলদস্যুদের তৎপরতা মোকাবেলায় সহযোগিতা করাও ছিল এই মিশনের অংশ।

কিছু দিন আগে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ সাগরে হামলার শিকার হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল