সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৫ ১৪৩২, ০৯ রজব ১৪৪৭

ব্রেকিং

অবশেষে এনসিপিতে আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা দেশ গড়তে যার যার অবস্থান থেকে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান তারেকের মাহফুজ ‘নির্বাচন করবেন না’ জামায়াতের ছেড়ে দেওয়া ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমা হাদির সেই আসন ঢাকা-৮ এ মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন হাদির খুনিকে ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের বগুড়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, ‘বিকল্পও’ আছে ফেব্রুয়ারির নির্বাচনকে একপাক্ষিক আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা জাসদের ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান খালেদা জিয়ার অসুস্থতায় তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের প্রাণহানি, আহত ৯৮

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলিদের

 প্রকাশিত: ০০:৪৫, ১১ জানুয়ারি ২০২১

নেতানিয়াহুর পদত্যাগের  দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলিদের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজারো জনতা। দুর্নীতি ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে লকডাউনের মধ্যেই বিক্ষোভ করছেন তারা। 

রোববার হাতে প্ল্যাকার্ড নিয়ে জনতা বিক্ষোভে নামেন। এগুলোতে লেখা ছিল, ‘যাও’, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম), আমাদের জনগণকে যেতে দাও।’

নেতানিয়াহুর বাসভবনের কাছাকাছি জেরুসালেম স্কয়ারে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ইসরায়েলে বর্তমানে তৃতীয় জাতীয় লকডাউন চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে লকডাউন সেখানে আরও কঠোর করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। তবে জনগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগে এ মুহূর্তে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে দখলদার দেশটি।

নেতানিয়াহুর বিচার কার্যক্রম এ সপ্তাহে আবার চালু হওয়ার কথা ছিল। তবে লকডাউনের কারণে তা আবার পিছিয়ে দেয়া হয়।

৭১ বছরের নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। শত্রুতাপূর্ণ গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্মকর্তাদের ‘উইচ হান্ট’ এর শিকার বলে নিজেকে দাবি করেছেন তিনি। জেরুসালেম জেলা আদালতে গত বছরের ২৪ মে থেকে তার বিচার কার্যক্রম শুরু হয়।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ হচ্ছে।

সূত্রঃ  আল জাজিরা।

অনলাইন নিউজ পোর্টাল