রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের দুই দশক পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, উৎসবের আমেজ সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক

ন্যাটো সেনাদের প্রতি সম্মান দেখাতে ট্রাম্পকে আহ্বান অস্ট্রেলিয়ার

 প্রকাশিত: ১৩:৫৮, ২৫ জানুয়ারি ২০২৬

ন্যাটো সেনাদের প্রতি সম্মান দেখাতে ট্রাম্পকে আহ্বান অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রবহির্ভূত সেনাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো ‘কিছু সেনা’ পাঠিয়েছিল, তবে তারা ‘একটু পেছনে, সামনের সারি থেকে কিছুটা দূরে’ ছিল।

ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়ার মুখে শনিবার ট্রাম্প আংশিকভাবে তার বক্তব্য থেকে সরে আসেন বলে মনে করা হচ্ছে।

সিডনি থেকে এএফপি জানায়, রোববার সকালে এবিসির ইনসাইডার্স অনুষ্ঠানে আলবানিজ বলেন, ট্রাম্পের মন্তব্যে অস্ট্রেলিয়ার নিহত সেনাদের পরিবারগুলো ‘গভীরভাবে কষ্ট পেয়েছে’।

তিনি বলেন, ‘এই মন্তব্যে যে ৪৭টি অস্ট্রেলীয় পরিবার কষ্ট পেয়েছে, তারা আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার দাবিদার।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে দায়িত্ব পালন করা ৪০ হাজার অস্ট্রেলীয় যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তারা নিঃসন্দেহে সামনের সারিতেই ছিলেন, আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও আমাদের জাতীয় স্বার্থ রক্ষায়।’

‘তারা আমাদের সম্মানের যোগ্য,’ যোগ করেন আলবানিজ।

এর আগে শনিবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানানোর এক দিন পর ট্রাম্প অন্তত ব্রিটিশ সেনাদের ক্ষেত্রে নিজের অবস্থান বদলাতে দেখা যায়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাজ্যের মহান ও অত্যন্ত সাহসী সেনারা সব সময়ই যুক্তরাষ্ট্রের পাশে থাকবে!’

তিনি বলেন, ‘আফগানিস্তানে ৪৫৭ জন নিহত হয়েছেন, বহু সেনা গুরুতর আহত হয়েছেন এবং তারা ছিলেন ইতিহাসের সেরা যোদ্ধাদের অন্যতম। এই বন্ধন কখনোই ভাঙার নয়।’

আলবানিজ ট্রাম্পের পরবর্তী মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, এতে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার অবদানও স্বীকৃতি পেয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের রাতের মন্তব্য একেবারেই ভিন্ন অবস্থান তুলে ধরে। তিনি অবদানের বিষয়টি স্বীকার করেছেন।’ তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ট্রাম্পের আগের মন্তব্য ছিল ‘পুরোপুরি অনুচিত’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

এদিকে আলবানিজ যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে গ্রেগ মরিয়ার্টির নাম ঘোষণা করেছেন।

চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া জানায়, যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত কেভিন রাড তিন বছরের মেয়াদ শেষে দায়িত্ব ছাড়ছেন। তার দায়িত্বকাল ট্রাম্পের এক মন্তব্যে ছায়াচ্ছন্ন হয়ে পড়ে, যেখানে তিনি বলেন, ‘আমিও তোমাকে পছন্দ করি না।’

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাড আগামী ৩১ মার্চ দায়িত্ব ছাড়িয়ে নিউইয়র্কভিত্তিক থিংকট্যাংক এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন। দায়িত্বে না থাকাকালে তিনি ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন।

গত বছরের অক্টোবরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া বৈঠকের সময় টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে ট্রাম্প রাডের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেন, যার জেরে অস্ট্রেলিয়ার বিরোধী দল থেকে তার রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার দাবি ওঠে।

আলবানিজ বলেন, মরিয়ার্টি একজন ‘অসাধারণ অস্ট্রেলীয় সরকারি কর্মকর্তা’ এবং তার নিয়োগের বিষয়ে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছেন।