মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

আন্তর্জাতিক

সংঘাত অবসানে আলোচনায় রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

 প্রকাশিত: ১১:২০, ২৩ ডিসেম্বর ২০২৫

সংঘাত অবসানে আলোচনায় রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।

দুই দেশই গত জুলাইয়ের শুরুর দিকে যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল। সেই যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এমাসে দুই দেশের মধ্যে আবার লড়াই শুরু হয়।

এই লড়াইয়ের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে। সোমবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা মালয়েশিয়ায় বৈঠক করেন। এটি ছিল লড়াইয়ের পর তাদের প্রথম সামনা-সামনি বৈঠক।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিসাস্ক ফুয়াংকেটকিও পরবর্তীতে বলেন, “জুলাইয়ের যুদ্ধবিরতি তাড়াহুড়ো করে করা হয়েছিল। কারণ, তখন ট্রাম্পের সফরের কারণে যুক্তরাষ্ট্র ওই সময়ের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি সই করতে চাইছিল।

“কিন্তু কখনও কখনও আমাদের আসলে একসঙ্গে বসা উচিত। একটি সমাধানে আসতে পুঙ্খুনুপুঙ্খভাবে আলোচনা হওয়া উচিত। যুদ্ধবিরতিতে মাঠ পর্যায়ের পরিস্থিতির প্রতিফলন থাকার বিষয়টি নিশ্চিত করা উচিত। আর যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যেটা সত্যিই বহাল থাকে।”

ফুয়াংকেটকিও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তারা ২৪ ডিসেম্বর বৈঠক করবেন। কোনও যুদ্ধবিরতি চুক্তি হতে গেলে এই বৈঠক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তবে থাইল্যান্ডের এই বক্তব্যর বিষয়ে কম্বোডিয়া এখনও কোনও মন্তব্য করেনি।

দুই দেশের মধ্যে এই মাসে নতুন করে সীমান্ত সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নতুন সংঘাতের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার থাইল্যান্ডের বিরুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন আর বানতেই মিয়াংচেই প্রদেশে চারটি বোমা ফেলার ও গ্রে চান গ্রামে ‘বিষাক্ত গ্যাস’ ছোড়ার অভিযোগ তুলেছে।

ওদিকে, থাইল্যান্ডের মর্নিং নিউজ টেলিভিশন থ্রি সোমবার জানায়, সা কায়েও প্রদেশে ‘গুলি বিনিময়’ হয়েছে। এ সময় কম্বোডিয়ার সেনারা ‘ভারি অস্ত্র’ থেকে গোলা ছুড়েছে। এতে প্রদেশটির খোক সুং জেলায় আগুন ধরে যায় ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।