বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধের দায়ে রুশ সেনার যাবজ্জীবন দণ্ড

 আপডেট: ১৯:৩৮, ২৩ মে ২০২২

যুদ্ধাপরাধের দায়ে রুশ সেনার যাবজ্জীবন দণ্ড

যুদ্ধাপরাধে প্রথমবারের মতো রাশিয়ার একজন সৌন্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটাই প্রথম কোনো বিচার। 
সাজা পাওয়া আসামী হলেন রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল  ইউক্রেনের নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করার। 

শিশিমারিন যাকে হত্যা করেছিলেন তার নাম ওলেকসান্দার শেলিপভ। বয়স ৬২। এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন রুশ সেরা শিশিমারিন। আদালতে তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তরপূর্বের গ্রাম চুপাহিভকায় শেলিপভকে গুলি করে হত্যা করার আদেশ পালন করেছিলেন। 

আজ সোমবার কিয়েভের একটি আদালতে শিশিমারিনের মামলার রায় হয়। আদালতের কার্যক্রম এদিন নিরবে দেখেন শিশিমারিন। খুব নির্লিপ্ত ছিলেন তিনি।  

শিশিমারিনের এই বিচার ও সাজা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। 

মন্তব্য করুন: