শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৪ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নরওয়েতে তীর-ধনুক নিয়ে আক্রমণে নিহত ৫

 প্রকাশিত: ০৮:৩০, ১৪ অক্টোবর ২০২১

নরওয়েতে তীর-ধনুক নিয়ে আক্রমণে নিহত ৫

নিশিথ সূর্যের দেশ নামে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নরওয়ে। 
নরওয়েতে এক লোক তীর-ধনুক নিয়ে আক্রমণ চালিয়ে পাঁচজনক হত্যা এবং আরো দু'জনকে আহত করেছে। নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কেন এমনটি করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।

লোকটি ২৮ হাজার লোকের ওই শহরে ঘুরে ঘুরে এই হামলা চালায়। হামলার ২০ মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল