শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, পৌষ ৬ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

প্রিয় হাদি, তুমি থাকবে প্রতিটি বাংলাদেশির বুকের মধ্যে: প্রধান উপদেষ্টা লাখো জনতার অংশগ্রহণে ওসমান হাদির জানাজা সম্পন্ন এ কে খন্দকার ছিলেন ‘অবিস্মরণীয় সৈনিক’: শোকবার্তায় প্রধান উপদেষ্টা সুদানে নিহত ছয় সেনা সদস্যের মরদেহ ঢাকায় মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকারের প্রয়াণ থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সহিংসতার পোস্ট: অভিযোগ করার আহ্বান সুরক্ষা এজেন্সির লন্ডনের পথে জুবাইদা ‘ধর্ম অবমাননা’: ময়মনসিংহে শ্রমিক পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৭ আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ৫ মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন সিরিয়ায় ৭০টিরও বেশি আইএস লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

শিক্ষা

ওসমান হাদি হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

 প্রকাশিত: ১৬:১৩, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদি হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। এসময় তারা ফ্যাসিবাদ ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ১ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এবং ফ্যাসিবাদী শক্তি ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেন, রাজনৈতিক পুনর্বাসনের নামে কোন সহিংসতা ও দমন-পীড়ন ছাত্রসমাজ আর মেনে নেবে না। এই লড়াই বহুমাত্রিক। 

তারা অভিযোগ করেন, প্রশাসনিক প্রভাব ও প্রক্সি রাজনীতির মাধ্যমে অন্যায়কে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।

নেতারা আরও বলেন, গত ১৫ বছর ধরে বিদেশি মদদপুষ্ট রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে অনেক তরুণকে প্রাণ দিতে হয়েছে। শরীফ ওসমান হাদি ও অন্য শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঐক্য অটুট থাকা পর্যন্ত শরিফ ওসমান হাদির আদর্শ ও উদ্দেশ্য এই আন্দোলনকে অনুপ্রেরণা দিয়ে যাবে।

জাকসু’র সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং জাবি ছাত্র শক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ অন্যান্য নেতারা।

কর্মসূচির শেষে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা সম্মিলিত শপথ গ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।