`দীনি ইলম অন্তরকে পরিশুদ্ধ করার এক মহান উপায়’

মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে রোববার (১৯ অক্টোবর) আগমন করেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদিস হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী।
আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও অন্যান্য উস্তাদগণ আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানান।
তাঁর আগমন উপলক্ষে মাদরাসা মসজিদে এক গুরুত্বপূর্ণ নসিহত সভা অনুষ্ঠিত হয়। নসিহতে তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘দীনি ইলম অর্জন শুধু তথ্য জানার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, আমলের দৃঢ়তা ও আল্লাহভীতির মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার এক মহান উপায়। ছাত্রজীবনে পরিশ্রম, খোদাভীতি ও উত্তম আখলাক অর্জনে যত বেশি মনোযোগী হবে, আল্লাহ তায়ালা ততই তাদেরকে দ্বীনের বড় খিদমতগার বানাবেন।’
তিনি আরও বলেন, ‘দুনিয়ার লোভ-লালসা ও খ্যাতির চিন্তা পরিহার করে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে ইলম অর্জন করতে হবে; কারণ ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না।’
নসিহত শেষে ছাত্ররা তাঁর দোয়া লাভ করে। পরবর্তী সময়ে মাদরাসার মুহতামিম সাহেবকে সঙ্গে নিয়ে তিনি পুরো মাদরাসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নিজের মুগ্ধতা প্রকাশ করেন।