রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৩ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন তামিম শাহরিয়ারের

 প্রকাশিত: ০৯:০৬, ১৭ অক্টোবর ২০২৫

আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন তামিম শাহরিয়ারের

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লঘাটি গ্রামের শিক্ষার্থী তামিম শাহরিয়ার ২০২৫ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, গ্রাম এবং মাদরাসার নাম উজ্জ্বল করেছেন। তিনি বর্তমানে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা-র শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছেন।

তামিমের বাবা মরহুম আজির উদ্দিন, মা আছমা বেগম। শিক্ষাজীবন শুরু করেন ২য় শ্রেণী থেকে মাদ্রাসায়, যা তাকে শৈশব থেকেই মাদ্রাসা পড়ালেখাকে গুরুত্ব দেওয়ার অভ্যাস গড়ে দিয়েছে। তামিম জানিয়েছেন, মাদ্রাসায় নৈতিকতা, ধর্মীয় জ্ঞান এবং মানবিক গুণাবলীর শিক্ষা আমাকে সবদিক থেকে শক্তিশালী করেছে, যা জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

প্রাথমিক শিক্ষা অর্জন করেন লঘাটি শাহ খাজা ফাতিরিয়া ইবতেদায়ী মাদরাসা, পরবর্তীতে ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চান্দগ্রাম এ ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা, এবং দাখিল পর্যায়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাটান টুলা, সিলেট-এ অধ্যয়ন করেন।তামিমের ব্যক্তিগত লক্ষ্য স্পষ্ট “নিজেকে ভালো বানানোই জীবনের আসল সাফল্য; সততা, সহানুভূতি আর পরিশ্রমই তার মূল চাবিকাঠি। আমি চাই সৎ, পরিশ্রমী ও সৃজনশীল হয়ে সমাজে উদ্যোক্তা হিসেবে উদ্ভাবন করতে।মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, “তামিম শাহরিয়ার শুধু জিপিএ-৫ পেয়েছেন না, তিনি তার চরিত্র ও নৈতিকতায়ও অনন্য। এমন শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের গর্ব। তামিমের এই কৃতিত্ব তার পরিবার, গ্রাম এবং মাদরাসার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, তামিম শাহরিয়ার শুধু জিপিএ-৫ অর্জন করেননি, তিনি চরিত্র ও নৈতিকতায়ও অনন্য। আমাদের শিক্ষার্থীরা তার মত উদাহরণ দেখিয়ে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।উল্লেখ্য, টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির অধীনে ১,২৭৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১,২৬০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৯৯.৬ শতাংশ, যার মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।