বুধবার ১৫ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

ইসলাম

কর্মকর্তাদের বাড়িগাড়ি কেনায় শরিয়াহভিত্তিকঋণচালুর আহ্বান জানিয়েছেন

 প্রকাশিত: ১৭:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

কর্মকর্তাদের বাড়িগাড়ি কেনায় শরিয়াহভিত্তিকঋণচালুর আহ্বান জানিয়েছেন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ও গাড়ি কেনায় শরিয়াহভিত্তিক ঋণ চালুর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক মাহফিলে আলোচনাকালে এ আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব হিসাবে ছিলেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা হাউজ লোন বা কার লোন নিতে চান, তবে সেটা শরিয়াহ অনুসারে। যদি তাদের জন্য এমন একটি নীতি বা পদ্ধতি চালু করা হয়, তা হলে এটি একটি উল্লেখযোগ্য অংশের কর্মকর্তা-কর্মচারীর জন্য অত্যন্ত সহায়ক হবে।তিনি বলেন, যেসব কর্মকর্তা দ্বীন পালন করতে আগ্রহী, কর্তৃপক্ষ তাদের বিষয়টি বিবেচনায় নেবে বলে আমি আশা করি। ইসলামি ব্যাংকিংয়ের সুযোগ তাদের জন্য উন্মুক্ত করা উচিত। এতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

দেশের ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ অনুসরণের বিষয়ে আহমাদুল্লাহ বলেন, শরিয়াহ ঠিকভাবে মানা হচ্ছে কি না, সে বিষয়ে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। এরই মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়ার জন্য একটি সার্ভিস সিস্টেম চালুর আহ্বান জানিয়ে আসছি। অনেকেই জানেন না, শরিয়াহ কোথায় লঙ্ঘিত হচ্ছে আর কোথায় নয়। যেমন নির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হলে বিবাহ হালাল আর অন্যভাবে করলে হারাম হয়- ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।