মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

শিক্ষা

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

 প্রকাশিত: ১৩:২৮, ১১ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’ ২০২৫-এর মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক মনোনয়ন পেয়েছেন তিনি।

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি সাতক্ষীরা শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেঁজুতি দেবনাথ দম্পতির সন্তান। তাঁর পিতা একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও মাতা একজন গৃহিণী।

প্রতিবছর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় অসাধারণ অবদান রাখা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।

গত তিন বছর ধরে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যা দূরীকরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সুদীপ্ত। তাঁর নেতৃত্বে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশুদের শিক্ষার প্রতি সচেতন হয়েছে।

শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইনেও তিনি একজন নির্ভীক কণ্ঠস্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার’ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছেন তিনি। আয়োজন করেছেন ওয়েবিনার, কর্মশালা ও ডিজিটাল প্রচারণা। যেখানে শত শত কিশোর-কিশোরী অনুপ্রাণিত হয়েছে সমাজ বদলের আন্দোলনে।

নিজেও একজন প্রতিভাবান বিতার্কিক। জেলার বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সুদীপ্ত দেবনাথ জানান, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। শিশুদের নিয়ে কাজ করতে আমি গর্ববোধ করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের কল্যাণে কাজ করতে চাই।

বাবা যামিনী কুমার দেবনাথ জানান, ছোটবেলা থেকেই সুদীপ্ত অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে সে আন্তরিকভাবে কাজ করে। তার এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। আমরা চাই, সে আরও বড় হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করুক।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার পুরস্কার, যা অতীতে পেয়েছেন মালালা ইউসুফজাই, গ্রেটা থানবার্গসহ বিশ্বজুড়ে শিশু আন্দোলনের অগ্রণীরা। সেই ধারাবাহিকতায় এবার মনোনীত হলো সাতক্ষীরার সন্তান সুদীপ্ত দেবনাথ।