বুধবার ২৯ নভেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

অর্থনীতি

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

 প্রকাশিত: ১৪:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

ডিমের বাজারে স্থিতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিল। 

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী একটি সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেন।

তার কাছ থেকে জানা যায়, দেশের ৬টি প্রতিষ্ঠানের প্রতিটি ১ কোটি করে ডিম আমদানী করার অনুমতি পেয়েছে।   

হায়দার আলী জানান, আমদানি করা এই ৬ কোটি ডিম খুচরা পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি করা হবে।

প্রসঙ্গত, এরআগে গত ১৮ সেপ্টেম্বর দেশের ৪টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানীর অনুমতি দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানগুলো প্রতিটি ১ কোটি করে ডিম আমদানী করার অনুমতি পায়।

আরও উল্লেখ করতে হয় যে, এই মাসেই সরকার খুচরা পর্যায়ে বিক্রির জন্য প্রতি পিস ডিমের দাম ১২ টাকা বেঁধে দেয়। কিন্তু তার প্রভাব বাজারে দেখা যায়নি। পরে সরকার ডিম আমদানীর অনুমতি দেয়। 

মন্তব্য করুন: