মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

জাতীয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক

 প্রকাশিত: ১১:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ এক শোক বার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও নারী শিক্ষার বিকাশ, নারীর ক্ষমতায়ন ও এসএমই খাতের বিকাশে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, সংসদীয় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।’

বিশেষ সহকারী আরও বলেন,“দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি (খালেদা জিয়া) বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য।”

ফয়েজ আহমদ তৈয়্যব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।