ব্রাহ্মণবাড়িয়ায় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী হেলালের পাশে প্রশাসন
জেলায় আজ দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী হেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইঁয়া নিজে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়ার পরিবারকে তার কার্যালয়ে ডেনে নেন। তিনি হেলাল মিয়ার পরিবারের হাতে নগদ অর্থ ও শীত বস্ত্র তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে প্রায় ৫০ বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া। তার সঙ্গে ছেলে-মেয়েরাও থাকেন। জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের হেলাল পরিবারে মোট ১৩ জন সদস্যের মধ্যে ৯জন দৃষ্টি প্রতিবন্ধী। শিল্পী হেলাল মিয়া নিজে এবং চার ছেলে ও এক মেয়ে চোখে দেখেন না। তবে তারা কারো কাছে হাত পাতেন না। গান গেয়ে যে আয় হয়, তা দিয়ে চলে তাদের সংসার।