বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, কার্তিক ১৫ ১৪৩২, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাইকে আগুন, নিহত ১

 প্রকাশিত: ১১:১২, ৩০ অক্টোবর ২০২৫

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাইকে আগুন, নিহত ১

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে আগুন ধরে এক আরোহীর প্রাণ গেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান।

পুলিশ বলছে, নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র-এনআইডি কার্ড অনুযায়ী তার নাম ইসমাইল হোসাইন। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটিতে আগুন ধরে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। আর ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে।

তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোন খোঁজ পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।