বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সারার নির্দেশ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি রোববার ‘অবৈধ’ মোবাইল ফোন বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল ষষ্ঠ কিস্তির আলোচনা সারতে ঢাকায় আইএমএফ মিশন ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৪ ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জা ফখরুল ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত চার দিন ভারী বৃষ্টি হতে পারে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

জাতীয়

বিএমইউতে অনলাইন টিকেট সেবা চালু, রোগী ভোগান্তি কমবে

 প্রকাশিত: ১৯:১৮, ২৯ অক্টোবর ২০২৫

বিএমইউতে অনলাইন টিকেট সেবা চালু, রোগী ভোগান্তি কমবে

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) রোগীর দীর্ঘ লাইনের ভোগান্তি নিরসনে বহির্বিভাগে অনলাইন টিকেট সেবা চালু করেছে। 

এখন থেকে রোগীদের আর ভোরবেলা হাসপাতালে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে হবে না। বরং বাসায় বসেই বিএমইউ-এর ওয়েবসাইটে (https://bmu.ac.bd/) প্রবেশ করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে টিকেট (ব্যবস্থাপত্র) প্রিন্ট করে নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসককে দেখানো যাবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংক লিমিটেড-এর মধ্যে অনলাইন পেমেন্ট সেবা কার্যকর করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিএমইউ-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘অনলাইন টিকেট সিস্টেম চালুর মূল উদ্দেশ্য হলো— রোগীর দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমানো। স্বাস্থ্যব্যবস্থা সবসময় জনগণকেন্দ্রিক। আমরা চাই রোগীরা তাদের সুবিধামতো সময়ে চিকিৎসা নিতে পারেন— এটি তারই অংশ।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই ওয়েটিং টাইমটাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে। হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রোগীরা এখন অনলাইনেই তাদের পছন্দের সময়ে চিকিৎসক দেখাতে পারবেন। ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়া শুরুতে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, তবে সবার সহযোগিতায় তা অতিক্রম করা সম্ভব।’

অধ্যাপক শাহিনুল আলম সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, গণমাধ্যম যদি ইতিবাচকভাবে এই উদ্যোগকে তুলে ধরে, তবে বিএমইউ-এর এই প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। দেশের চিকিৎসা সেবা ডিজিটাল যুগে প্রবেশ করবে।

বিএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

অধ্যাপক শাহিনুল আলম আরো বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অটোমেশনের বিকল্প নেই। বিএমইউকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।