শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫, কার্তিক ৯ ১৪৩২, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

আন্তর্জাতিক

আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

 প্রকাশিত: ১১:৪৪, ২৪ অক্টোবর ২০২৫

আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাথে সাথে ইংরেজিতে একটি আবেদন করেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকান দেশটির বিরুদ্ধে গোপন পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়ার পর এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে মাদুরোর এই মন্তব্য এসেছে। 

কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।

বামপন্থী নেতা প্রাক্তন বাস চালক এবং ইউনিয়ন নেতার সাথে জোটবদ্ধ ইউনিয়নগুলোর এক বৈঠকে মাদুরো বলেছেন, ‘হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি, চিরকাল শান্তি। দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র স্টিলথ যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত তাদের টার্গেট আটটি নৌকা এবং একটি আধা-সাবমার্সিবল মাদক পাচারের সঙ্গে নিয়োজিত থাকার প্রমাণ দিতে পারেনি।

মার্কিন পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।

প্রচারণার ফলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন।

গত সপ্তাহে, ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে কথিত মাদক কার্টেলের বিরুদ্ধে হামলার কথা বিবেচনা করছেন।

রিপাবলিকান বিলিয়নেয়ার প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে একটি মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। তবে ভেনেজুয়েলার নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় উপস্থিত আছে।’

তিনি বলেছেন, ‘তারা গোপন অভিযানে সিআইএ-অনুমোদিত ইউনিট মোতায়েন করতে পারে,তবে আমি জানি না কতজন গোয়েন্দা মোতায়েন করেছে। তবে মার্কিনিদের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।’

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার উপকূলে সামরিক মহড়া তত্ত্বাবধান করছিলেন পাদ্রিনো।

বিশেষজ্ঞরা বিদেশি বা আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন যাদেরকে আটকানো হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।