বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ, ফুটপাতে লুটিয়ে পড়েন আজাদ
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। ওই সময় বিয়ারিং প্যাডটি মাথায় পড়ে পথচারী আবুল কালাম আজাদ (৩৫) ফুটপাতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাডটি খুলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের সামনেই একটি সরকারি দপ্তরের ভবন নির্মাণের কাজ চলছিল। সেই ভবনের কয়েকজন নির্মাণ শ্রমিক ঘটনার সময় পাশের ফুটপাতে একটি চায়ের দোকানে বসেছিলেন।
সোহাগ নামের এক রড মিস্ত্রি বাংলানিউজকে বলেন, আমরা কয়েকজন পাশের ফুটপাতে চা খেতে বসেছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে। আমরা যে বেঞ্চে বসে ছিলাম সেটি পর্যন্ত শূন্যে উঠে যায়। আমরা ভেবেছিলাম বোমার মতো কিছু বিস্ফোরিত হয়েছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমরা কনস্ট্রাকশন সাইটে চলে আসি।
তার সঙ্গে থাকা সোহান নামের আরেক নির্মাণ শ্রমিক বলেন, বিকট শব্দে ভয় পেয়ে আমরা কনস্ট্রাকশন সাইটে ঢুকে দেখি, ফুটপাতে একজন পড়ে আছে। তার মাথা থেকে রক্ত বের হচ্ছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার নাম আবুল কালাম আজাদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা ছিল। পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
এদিকে, দুর্ঘটনাস্থলের বিয়ারিং প্যাড মেরামতের কাজ শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচলও পুনরায় শুরু হয়েছে।