রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

আন্তর্জাতিক

আসিয়ানের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিল পূর্ব তিমুর

 প্রকাশিত: ১৪:২৬, ২৬ অক্টোবর ২০২৫

আসিয়ানের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিল পূর্ব তিমুর

পূর্ব তিমুর ১৪ বছর ধরে প্রচেষ্টার পর আজ রোববার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) ব্লকে তার ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বর্তমান আসিয়ান চেয়ারম্যান দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, পূর্ব তিমুরের যোগদান ‘আসিয়ান পরিবারের পরিপূর্ণতা ঘটিয়েছে, যা আমাদের অভিন্ন ভবিষ্যৎ ও আঞ্চলিক ভ্রাতৃত্বের গভীর অনুভূতিকে পুনরায় নিশ্চিত করেছে।’

কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আনোয়ার বলেন, ‘এই সম্প্রদায়ের মধ্যে পূর্ব-তিমুরের উন্নয়ন ও কৌশলগত স্বায়ত্তশাসন দৃঢ় ও স্থায়ী সমর্থন পাবে।’

পূর্ব তিমুর এই অঞ্চলের সবচেয়ে কনিষ্ঠ দেশ। ২৪ বছর ধরে দখলদারিত্বের পর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।

দেশটি তার পর্তুগিজ নাম তিমুর-লেস্তে নামেও পরিচিত।

প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ান সদস্য পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন। 

প্রথম আবেদনটি করা হয় ২০১১ সালে, তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে।

রোববার পূর্ব তিমুরের আনুষ্ঠানিক সদস্যপদ স্বাক্ষর অনুষ্ঠানটি মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পূর্ব তিমুরকে ২০২২ সালে আঞ্চলিক সংস্থাটির পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়। তবে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, এর পূর্ণ সদস্যপদ বিলম্বিত হয়।

দেশটি এখনো উচ্চ মাত্রার অসমতা, অপুষ্টি ও বেকারত্ব সমস্যার সঙ্গে লড়াই করছে।

পূর্ব তিমুর তেলনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল এবং অন্যান্য খাতে বৈচিত্র্য আনতে ব্যর্থ হয়েছে, ফলে আসিয়ানের উন্নয়ন কর্মসূচিতে তা কার্যকরভাবে অংশ নিতে পারবে কি-না, এ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ সক্ষমতার ঘাটতিও দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যা আসিয়ানের অর্থনৈতিক সম্প্রদায়ে সক্রিয় অংশগ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সেপ্টেম্বর মাসে হাজার হাজার ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভকারী দেশটির ৬৫ জন সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি ক্রয় এবং সাবেক এমপিদের আজীবন পেনশন প্রদানের বহু-মিলিয়ন ডলারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

দুই দিনের সহিংস প্রতিবাদের পর সংসদ গাড়ি ক্রয়ের পরিকল্পনা বাতিল করে।

এমপিদের পেনশন সম্পর্কেও সংসদ জনমতের চাপে নতি স্বীকার করেছে।

আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্য নিয়ে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে। 

এর আগে সংস্থাটির সর্বশেষ সদস্য ছিল কম্বোডিয়া, যা ১৯৯৯ সালে যোগ দেয়।