বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১০ ১৪৩২, ০৫ রজব ১৪৪৭

ব্রেকিং

‘পদত্যাগ করে ভোট করবেন’ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শরিকদের আরো আট আসন দিল বিএনপি গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে কুপিয়ে হত্যা চর দখলে ৫ খুন: ২৪ ঘণ্টায় আটক নেই, হয়নি মামলা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো এলডিপির রেদোয়ান আহমেদ যোগ দিলেন বিএনপিতে যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫ মস্কোয় পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: মামলায় আসামি যুবশক্তি নেত্রী তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত ৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি

জাতীয়

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে প্রিয়া আটক

 প্রকাশিত: ১৪:১১, ১৩ মার্চ ২০২৫

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে প্রিয়া আটক

মাহজেবিন শিরিন প্রিয়া

পাবনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক প্রয়াত ভূমিমন্ত্রী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুর বড় মেয়ে মাহজেবিন শিরিন প্রিয়াকে (৫০) আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

মাহজেবিন শিরিন প্রিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বড় বোন এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য তিনি।  

প্রিয়া ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।  

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনায় একটি মামলা হয়। এতে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া মহল্লার মৃত আব্দুল রশিদের ছেলে যুবদল কর্মী নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে নজরুল ইসলাম বাদী হয়ে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সেজো ছেলে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করেন। প্রিয়ার স্বামী সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পলাতক থাকাকালীন ঢাকা থেকে আটক হয়ে জেলহাজতে গিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। ছোট ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল এখনো পাবনা জেলা কারাগারে রয়েছেন।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওসি শহীদ আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনার ঈশ্বরদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনায় একটি মামলা হয়। এতে অজ্ঞাত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।  

তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল কর্মীদের গুলি করার ঘটনার মামলায় প্রিয়া আসামি না থাকার কারণে ৫ আগস্টের পর তিনি বহাল তবিয়তে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়িতে ছিলেন। তবে ওই মামলায় দীর্ঘ ৬ মাস পর পুলিশ প্রিয়াকে আটক করা হলো কেন? এই প্রশ্নের জবাবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ কোনো সদুত্তর না দিয়ে জানান, তিনি পলাতক ছিলেন।