বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

জাতীয়

ময়মনসিংহে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে ২ হত্যা মামলা

 প্রকাশিত: ১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে ২ হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গুলিতে তিনজন নিহতের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৭১১ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কৃষক দল নেতা আবুল কাশেম বাদী হয়ে ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ৯৭ জনের নামসহ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ আসামি করে মামলার আবেদন করেন।

পরে বিচারক আসমা সুলতানা মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানায় পুলিশের করা আরেকটি মামলায় একীভূত করে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন।

এর আগে ২৯ অগাস্ট ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আকন্দ বাদী হয়ে ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলার আবেদন করেন।

পরে বিচারক আসমা সুলতানা মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানায় পুলিশের করা মামলা একীভূত করে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

দুটি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার আঞ্জুম পপি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এবং সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২০ জুলাই গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০) এবং জোবায়ের আহমেদ (২১) মারা যান।

নিহত বিপ্লব কলতাপাড়া বাজার এলাকায় চূড়ালি গ্রামে বাসিন্দা ও স্থানীয় তেলের মিলের শ্রমিক, নূরে আলম সিদ্দিকী রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক এবং জোবায়ের মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের বাসিন্দা ও শম্ভুগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন।

ঘটনার দিন সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া বাজারে তালু স্পিনিং মিলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওই তিনজন মারা যায়। আহত হয় আরও অন্তত ২০ জন।

ওই তিন তরুণ নিহতের ঘটনায় তাদের পরিবারের সদস্যদের সাক্ষী করে আদালতে মামলা করা হয়েছে।

এর আগে ২২ জুলাই ওই তিন তরুণ নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না করায় গৌরীপুর থানার এসআই মো. শফিকুল আলম বাদী হয়ে একটি মামলা করেন।