শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৬

জাতীয়

তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি সাথে থাকবে শৈত্যপ্রবাহ

 প্রকাশিত: ০৮:৩৭, ২ জানুয়ারি ২০২৪

তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি সাথে থাকবে শৈত্যপ্রবাহ

জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক-দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এছাড়া তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

সোমবার ১ জানুয়ারি ২০২৪, আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

এতে আরো বলা হয়, চলতি মাসে দেশে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪