৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

৪২তম বিশেষ বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার প্রার্থীকে চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে সরকারি সিদ্ধান্তে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষায় অংশ নিতে ৩১ হাজারের বেশি চিকিৎসক আবেদন করেন।
তবে করোনার কারণে দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।
অনলাইন নিউজ পোর্টাল