বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা ভোটের আগে সরকারের বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে: আমীর খসরু ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ডেঙ্গু: ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ রোগী জুলাই শহীদের মেয়েকে দলবেঁধে ধর্ষণ: তিন কিশোর আসামির সাজা নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৫ কোনো চাপের কাছে ইসি ‘নতি স্বীকার করবে না’: সিইসি বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়: আইন উপদেষ্টা কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২ ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া

শিশু

কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি গ্রেফতার, শিশু উদ্ধার

 প্রকাশিত: ১৮:১৩, ২২ অক্টোবর ২০২৫

কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি গ্রেফতার, শিশু উদ্ধার

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে মিরপুর মডেল থানাধীন হোটেল ক্লাসিক আবাসিক থেকে আসামি পারভেজ ও কাকলী আক্তারকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা হলো- মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫) ।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, রোববার (১৯ অক্টোবর) সকালে বাদীর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা অজ্ঞাতনামা দুই তিনজন সহযোগীর সহায়তায় মুক্তিপণের উদ্দেশ্যে বাদীর শিশু পুত্র আব্দুল হাদি নূর-কে অপহরণ করে। 

পরে তাদের ব্যবহৃত ইমু নাম্বার থেকে বাদির নাম্বারে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রথমে আসামির নাম্বারে পাঁচ হাজার টাকা দিতে বললে বাদি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিকাশে পাঁচ হাজার টাকা প্রদান করে। এরপর আসামিরা ইমু নাম্বারে ১ লাখ টাকা মুক্তিপণ চেয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন। 

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি ভাড়াটিয়া হিসেবে মো. পারভেজ (২৭) ও তার স্ত্রী কাকলী আক্তার (২৫)-কে সাবলেট হিসেবে ঘর ভাড়া দেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।