সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিজিবির দাবি, চোরাকারবারিদের হামলায় তাদের একজন সদস্য আহত হয়েছেন। এ সময় ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকার চতুল-লাালখাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
নিহত আলমাস উদ্দিন (৩০) উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
বিজিবির বরাতে ওসি বদরুজ্জামান বলেন, “চোরাকারবারিকে ধরতে গিয়ে ধাওয়া দেওয়ার সময় গুলি ছোড়ে বিজিবি। ওই যুবক রাস্তা অতিক্রম করার সময় গুলিবিদ্ধ হন। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”
তিনি বলেন, উপজেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হবে।
বিজিবির বিজ্ঞপ্তি
বিকাল ৫টায় বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছেন, সকাল ১০টার দিকে সুরাইঘাট বিওপির একটি টহলদল উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে অবৈধ পণ্যবাহী একটি পিকআপ আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় অজ্ঞাত একদল লোক দেশি অস্ত্র, দা, বল্লম, লাঠি-সোঁটাসহ টহলদলের ওপর হামলা চালায় এবং মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
চোরাকারবারিদের আক্রমণ থেকে নিজেদের রক্ষায় বিজিবি সদস্যরা ৪ থেকে ৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে হামলায় এক বিজিবি সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।