লেভারকুসেনের জালে পিএসজির ৭ গোল, বড় জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনা

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটি দুর্দান্ত রাত কেটেছে। প্রায় সব বড় দলই বড় ব্যবধানে জয়ী হয়ে নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়েছে। এর মধ্যে পিএসজি ৭-২ গোলে বায়ার লেভারকুসেনকে বিধ্বস্ত করেছে। বার্সেলোনা ও পিএসভি এইনডোভেন প্রতিপক্ষের জালে দিয়েছে ৬ গোল। এ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। সব মিলিয়ে ৯ ম্যাচে হয়েছে ৪৩ গোল।
আর্লিং হালান্ডের গোলে ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে।
জার্মানীতে ডিসায়ার ডুয়ের জোড়া গোলের সাথে উইলিয়াম পাচো ও কাভিচা কাভারাটসখেলিয়ার গোলে প্রথমার্ধেই স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলের লিড পায় পিএসজি।
লেভারকুসেনের হয়ে আলেহান্দ্রো গ্রিমালডো পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন। যদিও এ্যালেক্স গার্সিয়ার স্পট কিকের গোলে এক গোল পরিশোধ করে লেভারকুসেন।
উভয় দলেরই একজন করে খেলোয়াড় প্রথমার্ধে লাল কার্ড দেখেছেন। লেভারকুসেনের রবার্ট এ্যান্ড্রিচ ও সফরকারীদের ইলিয়া জাবারনি মাঠ ত্যাগে বাধ্য হলে বাকি সময়টা ১০জন নিয়ে খেলতে হয়েছে দুই দলকে।
বিরতির পরপরই নুনো মেনডেস ফরাসিদের হয়ে পঞ্চম গোল করেছেন। গার্সিয়া আবারো লেভারকুসেনকে গোলের আনন্দে ভাসান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা ওসমানে ডেম্বেলে ষষ্ঠ ও ভিটিনহা একেবারে শেষ মুহূর্তে সপ্তম গোল করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের কোন এ্যাওয়ে ম্যাচে এনিয়ে প্রথমবারের মত পিএসজি সাত গোল করার কৃতিত্ব দেখালো।
বড় জয়ে লিগ পর্বের তিন ম্যাচ পর টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সম্ভাব্য ৯ পয়েন্ট ও গোল ব্যবধানে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছে পিএসজি।
তিন ম্যাচে শতভাগ জয় পাওয়া অপর দুই দল হলো ইন্টার মিলান ও আর্সেনাল। ব্রাসেলসে ইউনিয়ন সেইন্ট-গিলোসেকে ৪-০ গোলে পরাজিত করেছে ইন্টার। প্রথমার্ধে ডেনজেল ডামফ্রাইস ও লটারো মার্টিনেজের গোলে ২-০ গোলে এগিয়ে ছিল ইতালিয়ান জায়ান্টরা। বিরতির পরপরই পেনাল্টি থেকে হাকান কালহানগ্লু ব্যবধান বাড়ান।
এরপর স্কোরশিটে সর্বশেষ নাম লিখিয়েছেন পিও এস্পোসিটো।
এদিকে এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল স্প্যানিশ জায়ান্ট এ্যাথলেটিকোকে পুরো ম্যাচে দাঁড়াতেই দেয়নি। এবারের ইউরোপীয়ান মৌসুমে এনিয়ে মিকেল আর্তেতার দল টানা তিন ম্যাচ কোন গোল হজম না করে জয় নিশ্চিত করলো। আর্সেনালের সব গোলেই হয়েছে দ্বিতীয়ার্ধে। গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যাবার পর গ্যাব্রিয়ের মার্টিনেলি ব্যবধান দ্বিগুন করেন। ভিক্টর গায়কোয়ার্সের জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের।
স্পেনে ভিয়ারিয়ালের বিপক্ষে হালান্ডের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। বিরতির আগে বার্নান্ডো সিলভা ব্যবধান দ্বিগুন করেছেন। তিন ম্যাচে এনিয়ে সাত পয়েন্ট অর্জণ করেছে পেপ গার্দিওলার দল।
এবারের মৌসুমে সিটির জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় নরওয়েজিয়ান সুপারস্টার হালান্ড ১১ ম্যাচে ১৫ গোল করেছেন।
ফেলিক্স এনমেচার দুই গোলে এফসি কোপেনহেগেনকে ৪-২ গোলে পরাজিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড।
আগের ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে পরাজিত বার্সেলোনা অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে। ফারমিন লোপেজ ম্যাচে হ্যাটট্রিক করেছেন।
মার্কোস রাশফোর্ডের দুই গোলের সাথে লামিন ইয়ামালও স্কোরশিটে নাম লিখিয়েছেন।
সেন্ট জেমস পার্কে বেনফিকার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।