রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা মুছাব্বির হত্যা: এক ‘শুটার’সহ গ্রেপ্তার ৪ অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে দ্বিতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের এআই খেলনা বিতর্ক: নিরাপত্তা নিশ্চিত করে ফেরার চ্যালেঞ্জ ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ হামলা

বিনোদন

ফরাসি কিংবদন্তি ব্রিজিত বারদো মারা গেছেন

 আপডেট: ১৩:২১, ২৯ ডিসেম্বর ২০২৫

ফরাসি কিংবদন্তি ব্রিজিত বারদো মারা গেছেন

১৯৫০ ও ৬০-এর দশকের সিনেমার আইকন, ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে মারা গেছেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, রোববার তার ফাউন্ডেশন বিশ্বজোড়া খ্যাতি ছেড়ে প্রাণী অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করা এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বারদোকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তিনি অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হন এবং নভেম্বর মাসে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করে একটি বিবৃতি দেন। তবে তিনি কখন বা কোথায় মারা গেছেন, সে বিষয়ে ফাউন্ডেশন কিছু জানায়নি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রিজিত বারদো ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা মাদাম ব্রিজিত বারদোর মৃত্যুসংবাদ জানাচ্ছে। তিনি তাঁর মর্যাদাপূর্ণ ক্যারিয়ার পরিত্যাগ করে প্রাণীকল্যাণ ও নিজের ফাউন্ডেশনের জন্য জীবন ও শক্তি উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন।’

১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বারদো বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন। এরপর তিনি আরও প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন, তারপর অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান।

চলচ্চিত্র থেকে অবসর নিয়ে তিনি রিভিয়েরা উপকূলের সাঁ-ত্রোপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং প্রাণী অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে নিবেদিত করেন।

তার এই আহ্বান বা জীবনপথের মোড় ঘোরানো ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়, যখন শেষ চলচ্চিত্র ‘দ্য এডিফাইং অ্যান্ড জয়াস স্টোরি অব কোলিনোত’-এর শুটিং সেটে তিনি একটি ছাগলের মুখোমুখি হন।

ছাগলটিকে হত্যা থেকে বাঁচাতে তিনি সেটি কিনে নেন এবং নিজের হোটেল কক্ষে রেখে দেন।