রোববার ২১ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০১ রজব ১৪৪৭

ব্রেকিং

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়: সালাহউদ্দিন ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের দায় ইউক্রেন ও এর মিত্রদের : পুতিন পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

রাজনীতি

ভাংচুর-অগ্নিসংযোগকারীরা আধিপত্যবাদীদের উদ্দেশ্য পূরণ করছে:এবি

 প্রকাশিত: ২০:১৫, ১৯ ডিসেম্বর ২০২৫

ভাংচুর-অগ্নিসংযোগকারীরা আধিপত্যবাদীদের উদ্দেশ্য পূরণ করছে:এবি

যারা ভাংচুর ও অগ্নিসংযোগ করছে তারা আধিপত্যবাদীদের উদ্দেশ্য সাধন করছে; এ ধরনের অপতৎপরতায় হাসিনা এবং আধিপত্যবাদিরাই লাভবান হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ শুক্রবার আমার বাংলাদেশ ‘এবি পার্টির’ মনোনীত প্রার্থী এবং তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

তিনি বলেন, বরেণ্য সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা এবং প্রথম আলো-ডেইলি স্টার অফিসে আক্রমণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলনের সুযোগ নিয়ে কিছু কুচক্রী ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। 

আজ সকালে রাজধানীর ফারইস্ট মিলনায়তনে আয়োজিত পূর্ব নির্ধারিত দলের মনোনীত প্রার্থী এবং কেন্দ্র ও তৃণমূল নেতাদের নিয়ে আয়োজিত এবি পার্টির এ যৌথসভা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ সভায় পরিণত হয়।

প্রতিবাদ সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা বাংলাদেশকে পরাজিত হতে দেব না, শত গুলি-ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না।’ 

রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা অনেক ভয়ঙ্কর জিনিস দয়া করে সংযত হোন। ওসমান হাদির হত্যাকাণ্ড এবং প্রথম আলোতে হামলার কারণে হাসিনাই সবচেয়ে বেশি খুশি হয়েছে। এসময় মঞ্জু শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, স্মরণকালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তরুণ শরিফ ওসমান হাদির মৃত্যু আমাদের চরমভাবে ব্যথিত করেছে। তাই বলে এর প্রতিবাদে কোথাও হামলা করা বা আগুন দেয়া হলে তা আধিপত্যবাদীদের শক্তি যোগাবে। আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা যেমন নিন্দনীয় তেমনি এখানে ভারতীয় হাইকমিশনে হামলার হুমকিও গ্রহণযোগ্য নয়। যে কোন মিডিয়া হাউজে হামলা আমাদের অভ্যুত্থানকে কলঙ্কিত করবে। এখনে যে বা যারা হঠকারিতা করবে তারা ভিনদেশীদের পক্ষের লোক হিসেবে ধরে নেওয়া হবে।’

এসময় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব) আব্দুল ওহাব মিনার বলেন, সরকারের চেষ্টায় যেখানে নির্বাচন আসন্ন সেখানে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি চক্র খুনখারাবিতে মেতেছে। মানুষ পুরোনো বস্তা পঁচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

এতে দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব) দিদারুল আলম এবং লে. কর্নেল হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে অংশ নেন।