রোববার ২১ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০১ রজব ১৪৪৭

ব্রেকিং

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়: সালাহউদ্দিন ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের দায় ইউক্রেন ও এর মিত্রদের : পুতিন পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

রাজনীতি

বিজয় বইমেলা : কেউ তালিকা ধরে কিনছেন বই, কেউ এসেছেন ঘুরতে

 প্রকাশিত: ২০:৪০, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজয় বইমেলা : কেউ তালিকা ধরে কিনছেন বই, কেউ এসেছেন ঘুরতে

বিজয়ের মাস ডিসেম্বর। ইতিহাস, স্মৃতি আর আত্মপরিচয়ের আবহে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান বিজয় বইমেলায় প্রতিদিনই বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়। 

মেলায় আগত পাঠক ও দর্শনার্থীদের কেউ কেউ পছন্দের বইয়ের তালিকা নিয়ে বিভিন্ন স্টলে ঘুরছেন, আবার কেউ পরিবার-বন্ধুদের সঙ্গে শুধু মেলার পরিবেশ উপভোগ করতেই এসেছেন। মেলা প্রাঙ্গণে ঘুরে এই দুই ধরনের মানুষের দেখা মিলেছে। 

সরেজমিনে দেখা যায়, মেলার ভেতরে ঢুকতেই কিছু পাঠক ব্যস্ত হয়ে পড়ছেন নির্দিষ্ট স্টলের খোঁজে। কেউ মোবাইলে সংরক্ষিত তালিকা দেখে বই মিলিয়ে নিচ্ছেন, কেউ প্রকাশকের সঙ্গে কথা বলে কাঙ্ক্ষিত বই সংগ্রহ করছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও রাজনীতি বিষয়ক বইয়ের স্টলে তুলনামূলক ভিড় বেশি। 

অন্যদিকে অনেক দর্শনার্থী ধীরে ধীরে স্টল ঘুরে বই উল্টে দেখছেন, ছবি তুলছেন, কেউ কেউ বসে গল্প করছেন।

মেলায় ঘুরতে আসা নাজমুল ইসলাম বলেন, আজ আসলে বই কেনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। অফিসের কাজ শেষে পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি। তবে স্টল ঘুরে ভালো লাগছে, শেষ দিকে হয়তো দুয়েকটি বই কিনে ফেলব।

অন্যদিকে পরিকল্পনা করেই বই কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ রহমান বলেন, বিজয় বইমেলায় আসার আগেই আমি কয়েকটি বইয়ের তালিকা করেছি। মূলত মুক্তিযুদ্ধ ও ইতিহাসভিত্তিক বইগুলো খুঁজছি। তালিকা ধরে কিনতে আসায় সময়ও বাঁচছে, পছন্দের বইও সহজে পাওয়া যাচ্ছে।

প্রকাশকরা বলছেন, এমন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আসা দর্শনার্থীরাই মেলার স্বাভাবিক চিত্র। কেউ সঙ্গে সঙ্গে বই কিনছেন, কেউ আগে দেখেশুনে পরে কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। 

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর শুরু হওয়া এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। এটি চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা পাঠক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।