সোমবার ০৩ নভেম্বর ২০২৫, কার্তিক ১৯ ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘হযবরল’ যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার ‘শাপলা কলি’তেই রাজি এনসিপি ‘অনৈক্যের’ জন্য বিএনপি-জামায়াত সমানভাবে ‘দায়ী’: নাহিদ ইসলাম ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরুর আদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের মোনথার প্রভাবে বৃষ্টি, সাগরে ফের লঘুচাপের আভাস যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত, হাসপাতালে ১০ জন বিশ্বকাপের তিন মাস আগে টি-টোয়েন্টিকে বিদায় উইলিয়ামসনের

ইসলাম

এক মাসে ওমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড মুসল্লিদের

 প্রকাশিত: ১০:২২, ৩১ অক্টোবর ২০২৫

এক মাসে ওমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড মুসল্লিদের

হিজরি মাস রবিউস সানিতে সৌদি আরবে রেকর্ডসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যান অনুযায়ী, এক মাসেই ১ কোটি ১৭ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ সম্পন্ন করেছেন, যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড।

প্রতিবেদনে দেখা গেছে, এই বিপুলসংখ্যক মুসল্লিতের সথ্যে ১ কোটি ৫ লাখের বেশি এসেছেন সৌদি আরবের বাইরে থেকে। কর্মকর্তারা বলছেন, ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার আধুনিকায়নের ফলে ওমরাহ যাত্রা এখন আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।

এই বৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০–এর অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও দর্শনার্থীদের জন্য সেবার মান উন্নত করা এবং বিশ্বের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোকে আরও সহজ করা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে প্রতিশ্রুতি দিয়েছে, তারা যাত্রার প্রতিটি ধাপে সেবার মান উন্নত করতে কাজ চালিয়ে যাবে। 

পাশাপাশি নতুন ডিজিটাল ও অপারেশনাল সিস্টেম চালু করে ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও নির্বিঘ্ন করতে তারা নিরলসভাবে কাজ করছে। এই ভিশন মধ্যে মুসল্লিদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার মুহূর্ত থেকে তাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।