সোমবার ০৩ নভেম্বর ২০২৫, কার্তিক ১৮ ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘হযবরল’ যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার ‘শাপলা কলি’তেই রাজি এনসিপি ‘অনৈক্যের’ জন্য বিএনপি-জামায়াত সমানভাবে ‘দায়ী’: নাহিদ ইসলাম ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের বিচার শুরুর আদেশ মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরুর আদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু মোনথার প্রভাবে বৃষ্টি, সাগরে ফের লঘুচাপের আভাস যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত, হাসপাতালে ১০ জন বিশ্বকাপের তিন মাস আগে টি-টোয়েন্টিকে বিদায় উইলিয়ামসনের

আন্তর্জাতিক

ট্রাম্প-সি বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ১৬:৫১, ২ নভেম্বর ২০২৫

ট্রাম্প-সি বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার এ কথা বলেছেন। চীনের সঙ্গে আলোচনায় দুই দেশ সামরিক-সামরিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে। যা সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনে সাহায্য করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ায় চীনের নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেন।

হেগসেথ এক্স-এ এক পোস্টে বলেছেন, আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং আমরা একমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক কখনও এত ভালো ছিল না।’  তিনি আরও বলেন, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি আবারও ডং-এর সাথে কথা বলেছেন।

তিনি ‘শক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং ইতিবাচক সম্পর্কের’ পথের কথা উল্লেখ করে বলেন, ‘চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা এবং সুসম্পর্ক আমাদের দুটি মহান এবং শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।’

পেন্টাগন প্রধান বলেন, ডং ও তিনি ‘সম্মত হয়েছেন যে, যেকোনো উদ্ভূত সমস্যার ক্ষেত্রে সংঘাত প্রতিরোধ ও উত্তেজনা কমাতে সামরিক-সামরিক যোগাযোগ চ্যানেল গড়ে তোলা উচিত।’

হেগসেথ বলেন, ‘এই বিষয়ে আরও বৈঠক শিগগিরই হবে।’ বেইজিংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ডং হেগসেথকে জানিয়েছেন যে, দুই দেশকে ‘নীতিগত পর্যায়ে সংলাপ জোরদার করে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অনিশ্চয়তা দূর করতে হবে,’ এবং এমন এক দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে যা ‘সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীল ইতিবাচক গতিশীলতা’-র ওপর ভিত্তি করে।