রোববার ০২ নভেম্বর ২০২৫, কার্তিক ১৮ ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘হযবরল’ যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার ‘শাপলা কলি’তেই রাজি এনসিপি ‘অনৈক্যের’ জন্য বিএনপি-জামায়াত সমানভাবে ‘দায়ী’: নাহিদ ইসলাম ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের বিচার শুরুর আদেশ মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরুর আদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু মোনথার প্রভাবে বৃষ্টি, সাগরে ফের লঘুচাপের আভাস যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত, হাসপাতালে ১০ জন বিশ্বকাপের তিন মাস আগে টি-টোয়েন্টিকে বিদায় উইলিয়ামসনের

রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষিবান্ধব: আলতাফ হোসেন চৌধুরী

 প্রকাশিত: ১৫:৩৮, ২ নভেম্বর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষিবান্ধব: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন কৃষিবান্ধব।

আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখা নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি অতি অল্প সময়ের মধ্যে জনগণের নিকট ব্যাপক সমাদৃত হয়েছিল। কৃষিই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তিনি কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক। জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা দেশের জনগণ গ্রহণ করছে। তার ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।

দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।