সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা নন-ক্যাডার বিধি সংশোধন, বিসিএসের নম্বর প্রকাশসহ ১৫ দফা দাবি এনসিপির বরিশালে গৃহবধূকে ধর্ষণ: চার জনের মৃত্যুদণ্ড নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিদায় দিতে চাইনি: মেট্রো দুর্ঘটনায় নিহতের স্ত্রী মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : রেল উপদেষ্টা বিয়ারিং প্যাড কী, কেন বসানো হয়? বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ, ফুটপাতে লুটিয়ে পড়েন আজাদ আরপিও-এর ২০ অনুচ্ছেদের বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরা যাবে না : খসরু ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই

আন্তর্জাতিক

আসিয়ানের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিল পূর্ব তিমুর

 প্রকাশিত: ১৪:২৬, ২৬ অক্টোবর ২০২৫

আসিয়ানের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিল পূর্ব তিমুর

পূর্ব তিমুর ১৪ বছর ধরে প্রচেষ্টার পর আজ রোববার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) ব্লকে তার ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বর্তমান আসিয়ান চেয়ারম্যান দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, পূর্ব তিমুরের যোগদান ‘আসিয়ান পরিবারের পরিপূর্ণতা ঘটিয়েছে, যা আমাদের অভিন্ন ভবিষ্যৎ ও আঞ্চলিক ভ্রাতৃত্বের গভীর অনুভূতিকে পুনরায় নিশ্চিত করেছে।’

কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আনোয়ার বলেন, ‘এই সম্প্রদায়ের মধ্যে পূর্ব-তিমুরের উন্নয়ন ও কৌশলগত স্বায়ত্তশাসন দৃঢ় ও স্থায়ী সমর্থন পাবে।’

পূর্ব তিমুর এই অঞ্চলের সবচেয়ে কনিষ্ঠ দেশ। ২৪ বছর ধরে দখলদারিত্বের পর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।

দেশটি তার পর্তুগিজ নাম তিমুর-লেস্তে নামেও পরিচিত।

প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ান সদস্য পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন। 

প্রথম আবেদনটি করা হয় ২০১১ সালে, তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে।

রোববার পূর্ব তিমুরের আনুষ্ঠানিক সদস্যপদ স্বাক্ষর অনুষ্ঠানটি মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পূর্ব তিমুরকে ২০২২ সালে আঞ্চলিক সংস্থাটির পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়। তবে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, এর পূর্ণ সদস্যপদ বিলম্বিত হয়।

দেশটি এখনো উচ্চ মাত্রার অসমতা, অপুষ্টি ও বেকারত্ব সমস্যার সঙ্গে লড়াই করছে।

পূর্ব তিমুর তেলনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল এবং অন্যান্য খাতে বৈচিত্র্য আনতে ব্যর্থ হয়েছে, ফলে আসিয়ানের উন্নয়ন কর্মসূচিতে তা কার্যকরভাবে অংশ নিতে পারবে কি-না, এ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ সক্ষমতার ঘাটতিও দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যা আসিয়ানের অর্থনৈতিক সম্প্রদায়ে সক্রিয় অংশগ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সেপ্টেম্বর মাসে হাজার হাজার ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভকারী দেশটির ৬৫ জন সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি ক্রয় এবং সাবেক এমপিদের আজীবন পেনশন প্রদানের বহু-মিলিয়ন ডলারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

দুই দিনের সহিংস প্রতিবাদের পর সংসদ গাড়ি ক্রয়ের পরিকল্পনা বাতিল করে।

এমপিদের পেনশন সম্পর্কেও সংসদ জনমতের চাপে নতি স্বীকার করেছে।

আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্য নিয়ে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে। 

এর আগে সংস্থাটির সর্বশেষ সদস্য ছিল কম্বোডিয়া, যা ১৯৯৯ সালে যোগ দেয়।