সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা নন-ক্যাডার বিধি সংশোধন, বিসিএসের নম্বর প্রকাশসহ ১৫ দফা দাবি এনসিপির বরিশালে গৃহবধূকে ধর্ষণ: চার জনের মৃত্যুদণ্ড নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিদায় দিতে চাইনি: মেট্রো দুর্ঘটনায় নিহতের স্ত্রী মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : রেল উপদেষ্টা বিয়ারিং প্যাড কী, কেন বসানো হয়? বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ, ফুটপাতে লুটিয়ে পড়েন আজাদ আরপিও-এর ২০ অনুচ্ছেদের বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরা যাবে না : খসরু ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

 প্রকাশিত: ১৩:২৩, ২৫ অক্টোবর ২০২৫

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

ভেনিজুয়েলার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ কোনো সরকার প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার  এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করুন, সশস্ত্র বাহিনী এখানে এমন কোনো সরকার প্রতিষ্ঠা হতে দেবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আর কখনও দাসত্ব মেনে নেব না। আমরা একটি স্বাধীন দেশ।’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলছে। তবে কারাকাস সন্দেহ করছে যে এটি একটি অভ্যুত্থানের প্রস্তুতি।

পেন্টাগন শুক্রবার জানিয়েছে, তারা লাতিন আমেরিকায় মাদক পাচার দমনে একটি বিমানবাহী রণতরী যুদ্ধগোষ্ঠী মোতায়েন করছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এ বিপুল বৃদ্ধি মাদুরোর সরকারের প্রতি সম্ভাব্য হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

পাদ্রিনো বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক হুমকি।’

মাদুরো সংলাপের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ ও গোপন যুদ্ধবিমানের একটি বহর রয়েছে এবং কথিত মাদক বহনকারী নৌকাগুলোতে হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, লক্ষ্যবস্তু মাদক ব্যবসায়ী হলেও হামলা অবৈধ।

ট্রাম্প বলেছেন যে তিনি স্থলভাগে হামলার কথাও ভাবছেন। যার ফলে ভেনিজুয়েলা একাধিক সামরিক মহড়া শুরু করেছে।

মাকিন নেতা মাদুরোকে একটি মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আগস্ট মাসে, ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারে তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫ কোটি  ডলারে উন্নীত করেছেন।

ভেনেজুয়েলার এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচন কারচুপির অভিযোগ রয়েছে।