বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

আন্তর্জাতিক

বিষাক্ত রসায়নিক পদার্থ ঢেলে নষ্ট করে দেওয়া হলো ফিলিস্তিনিদের পানি

 প্রকাশিত: ১২:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বিষাক্ত রসায়নিক পদার্থ ঢেলে নষ্ট করে দেওয়া হলো ফিলিস্তিনিদের পানি

বিষাক্ত রসায়নিক পদার্থ মিশিয়ে ফিলিস্তিনিদের পানি ও জমীন সিঞ্চনের পানি নষ্ট করে দেওয়া হয়েছে৷ রসায়নিক পদার্থের বিষাক্ত প্রতিক্রিয়ায় পানির সাভাবিক রঙ বদলে গিয়ে লাল নীল ও খয়েরি রঙে রূপান্তরিত হয়৷

পানি বিষাক্ত হওয়ায় ফিলিস্তিনিরা চরম পানি সংকটে ভুগছে বলে গত (রবিবার ২১ ফেব্রুয়ারি ) এ্যারাবিক অরটি ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে৷

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে পানির চিত্রগুলো ফুটে ওঠেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ী ঝর্ণা বেয়ে আসা পানিগুলো বিভিন্ন রঙে প্রবাহিত হচ্ছে৷ যার মধ্য থেকে একটি নালার পানি একেবারে রক্তের মতো লাল দেখাচ্ছে৷ ভিডিওটি ফিলিস্তিনের অধিবাসী সহ বিশ্ব মুসলিমের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি করেছে৷ সোশ্যাল মিডিয়াগুলোতে নিন্দার ঝড় বইছে৷এমন ঘৃণিত কাজ ইসরাইলই করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা অঞ্চলটিতে দখলদাল ইসরাইল প্রায়ই নাশকতামূলক কর্মকাণ্ড চালায়৷

স্থানীয় সূত্র জানায়, রামাল্লার পূর্বাঞ্চলের ‘ওয়াদি আন-নাব’আর’ ঝর্ণার পানি বিভিন্ন নালা বেয়ে “ওয়াদি কারাওয়াত বনি যায়েদ” নামক গ্রাম ও সেখানকার কৃষী জমীনগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হতো৷ এবং পার্শ্ববর্তী গ্রামের জমীগুলোর দিকে এর পানির প্রবাহ ও অব্যাহ ছিলো৷ গ্রামের লোকেরা এই পানি পান করতো এবং তাদের ক্ষেত সিঞ্চন করতো৷

এদিকে, গত শনিবার কারাওয়াত বনি জায়েদের গ্রাম কাউন্সিল নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানায়, বর্তমান যেই পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে, তা রসায়নিক পদার্থ ঢেলে পানি বিষাক্ত করে দেওয়ার কারণেই ঘটেছে৷ ফলে গ্রামের অধিবাসিরা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে বিষাক্ত পানির প্রাভাবটা নালার পাশের গাছগুলোতে পরিলক্ষিত হচ্ছে৷ দেখা যাচ্ছে বেশকিছু গাছের পাতা কেমন চুপসে গেছে৷

অনলাইন নিউজ পোর্টাল