বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতিটি ইস্যুতেই ফিলিস্তিনকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি: এরদোগান-আব

 প্রকাশিত: ২২:০৯, ২১ মে ২০২০

প্রতিটি ইস্যুতেই ফিলিস্তিনকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি: এরদোগান-আব

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান ফিলিস্তিনের যেকোনো ইস্যুতেই সেদেশের জনগণের প্রতি সবসময় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্টের তথ্য ও যোগাযোগ বিভাগ থেকে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।

বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এরদোগান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় দুই দেশের শীর্ষ দুই নেতার মধ্যে আঙ্কারা- আল কুদস( জেরুজালেমে) এর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়েও আলোচনা হয়।

কিন্তু তারা ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন তা এখনো বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

অনলাইন নিউজ পোর্টাল