চীনে একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল গুয়াংশিতে একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি হামলায় ১৬ শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। হামলায় আহত বাকি দুইজন ওই কিন্ডারগার্টেনের শিক্ষক। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে গুয়াংশির বাইলিউ নগরীতে এক ব্যক্তি এই হামলা চালায় বলে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অনলাইন নিউজ পোর্টাল