শনিবার ২২ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৭ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে ডব্লিউএইচও গাজায় ইসরাইলের হামলা `বিপজ্জনক উসকানি` : হামাস নেপাল উত্তেজনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সুশীলার বার্তা রাশিয়া ও টোগো পরস্পরের ভূখণ্ডে দূতাবাস খুলবে রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ : জেলেনস্কি হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার বিচার বিভাগের আলাদা সচিবালয় আরেক ধাপ এগোল এ বছর ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গাড়ি নিচে পড়ে পথচারীর মৃত্যু আগামী ৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন অর্থ আত্মসাৎ মামলা তদন্তে সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত ‘সাড়া দেবে না’, বিশ্বাস ছেলের ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত: আপিল বিভাগ গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, কার্যকর চতুর্দশ সংসদ নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন: ডিএমপি কমিশনার যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত ওয়েস্টার্ন মেরিনের বানানো ৩টি জাহাজ পেল আমিরাতের মারওয়ান

স্বাস্থ্য

কিশোরগঞ্জে আরো নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

 প্রকাশিত: ০৮:০৯, ২৮ জুন ২০২১

কিশোরগঞ্জে আরো নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

 কিশোরগঞ্জে গত ১ দিনে (রবিবার ৯টা পর্যন্ত) ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭০২ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৫ জন, কুলিয়ারচরে ৪ জন ও বাজিতপুরে ২ জন।

গত রবিবার রাতে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ২৪, ২৬ ও ২৭ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৬ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। তবে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনসহ মোট ৮৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।

আবার এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৮ জন। সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ১১ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৭ জন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৪ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ জন, হোসেনপুরে ৬ জন, করিমগঞ্জে ১৬ জন, তাড়াইলে ১০ জন, পাকুন্দিয়ায় ২৫ জন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ২১ জন, ভৈরবে ২৭ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ১২ জন ও ইটনায় ৫ জন।

অনলাইন নিউজ পোর্টাল