কুষ্টিয়ায় মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মা ইলিশের সঠিক প্রজনন বিস্তারের লক্ষ্যে জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২১ পর্যন্ত মোট ২২ দিন প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময় মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ করেন। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে আগুন দিয়ে এ জাল ধ্বংস করা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের,
উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সবুজ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ পোর্টাল