বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২ কক্সবাজারে ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় জড়িতদের কর্মশালা ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানি নিহত চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে বৃহস্পতিবার উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া ডেঙ্গু: এ বছর মৃত্যু ২৫০ ছাড়াল ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেক সভায় অনুমোদন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না: আমীর খসরু প্রধান উপদেষ্টার আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন জোবায়েদ-বর্ষা-মাহিরের প্রেমের দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বৃহত্তম জাহাজ; এ যেন ভ্রাম্যমাণ দ্বীপ

 প্রকাশিত: ২১:৫২, ১৩ জানুয়ারি ২০২১

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বৃহত্তম জাহাজ; এ যেন ভ্রাম্যমাণ দ্বীপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক জাহাজ। সমুদ্র অভিযানে ইরানি নৌবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য এ জাহাজ ব্যবহৃত হবে এবং এতে হেলিকপ্টার বহন করা সম্ভব। জাহাজটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ইরানের নৌবহরে এটিই সবচেয়ে বড় সামরিক জাহাজ। ১২১ হাজার টনের এই সামরিক জাহাজকে ভ্রাম্যমাণ দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে। 

আজ (বুধবার) মাকরান নামের এ জাহাজটি আনুষ্ঠানিকভাবে ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভিসহ কয়েক জন শীর্ষস্থানীয় কর্মকর্তা।

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে, এডেন উপসাগরের বাবুল মান্দেব এবং লোহিত সাগরের মতো এলাকায় ইরানের সামরিক বাহিনীর অভিযানের সময় এই জাহাজ লজিস্টিক সাপোর্ট দেবে। এ ধরনের জাহাজকে ভ্রাম্যমাণ বন্দরও বলা হয় এবং এমন সামুদ্রিক অভিযানের সময় জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাহাজটির ডেকে হেলিকপ্টার, গানশিপ এবং ড্রোন ওঠানামাও করতে পারবে।

এছাড়া, নৌবাহিনীর জন্য হোভারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৌযান বহন করতে পারবে। উত্তাল সমুদ্রের মারাত্মক প্রতিকূল অবস্থার ভেতরেও এ জাহাজ তার মিশন চালাতে পারবে।

সূত্রঃ  পার্সটুডে

অনলাইন নিউজ পোর্টাল