ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের একজন নারী ও চারজন পুরুষ রোগী। তবে কেউ আহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।
অনলাইন নিউজ পোর্টাল