বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৫ ১৪৩২, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

মহিলা

নওগাঁয় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 প্রকাশিত: ১৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের এটিম মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যাালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন ইসলাম শিল্পি, সাংগঠনিক রিনা পারভিনসহ জেলা বিএনপিসহ মহিলা দলের নেত্রীবৃন্দরা।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের এটিম মাঠে জড়ো হয়।