বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৫ ১৪৩২, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

 প্রকাশিত: ০৯:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

বান্দরবান, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এ প্রতিপাদ্যে আজ বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মনঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, এস এম হাসানসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “লেখাপড়ার পাশাপাশি আমাদের বিভিন্ন ভাষায় দক্ষ হতে হবে। ভিন্ন ভাষায় পারদর্শী হলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন সহজ হয়। বিশেষ করে শ্রমবাজারে টিকে থাকতে হলে যে দেশে যাওয়ার ইচ্ছা থাকবে, সেদেশের ভাষ শেখা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠান শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।