বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৫ ১৪৩২, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 প্রকাশিত: ১৫:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জেলায় র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত । ছবি: বাসসমাগুরা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।

 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের ভায়নার মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। হাতে রঙিন ব্যানার- ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।

 

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও সাক্ষরতার উপাদান হয়ে উঠেছে। তাই নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী- অভিভাবকরা উপস্থিত ছিলেন