রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৩ ১৪৩২, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

জামাতে নামায পড়ার সময় কখনো ভুলক্রমে রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে গেলে নামায হবে কিনা?

 প্রকাশিত: ১২:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

জামাতে নামায পড়ার সময় কখনো ভুলক্রমে রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে গেলে নামায হবে কিনা?

প্রশ্ন: জামাতে নামায পড়ার সময় কখনো ভুলক্রমে রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে যাই। এতে কি আমার নামায নষ্ট হয়ে যাবে? বিষয়টা নিয়ে খুব পেরেশানীতে আছি। অনুগ্রহ করে দ্রুত জানাবেন।

উত্তর: না, প্রশ্নোক্ত ভুলের কারণে নামায নষ্ট হবে না। রুকুর তাকবীর ছুটে গেলে নামায নষ্ট হয় না। তবে রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা সুন্নত। তাই ইচ্ছাকৃত তা ছেড়ে দেওয়া ঠিক নয়।

প্রকাশ থাকে যে, নামাযে আরও মনোযোগী ও যত্নবান হওয়া কাম্য। যেন সুন্নত-মুস্তাহাব কোনো কিছু ছুটে না যায়।

* >بدائع الصنائع< ১/৪০৭ : بخلاف تكبيرات الركوع والسجود فإنها من السنن، ونقصان السنة لا يجبر بسجود السهو.

–শরহু মুখতাসারিল কারখী ১/৬২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৯; আলমুহীতুল বুরহানী ২/৩১৪; মাজমাউল আনহুর ১/১৩৫; আদ্দুররুল মুনতাকা ১/১৩৪

মাসিক আলকাউসার