মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৪ ১৪৩২, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

মহিলা

খালিশপুর থানা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

 প্রকাশিত: ১৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

খালিশপুর থানা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

খুলনা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরীর খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার রাতে খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সরকার আমলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিখার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।