সুদানের রাজধানীর কাছে বিভিন্ন স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের সেনা অধিকৃত রাজধানীর কাছে মঙ্গলবার একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি অস্ত্র কারখানা ও একটি তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে।
এই হামলায় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র জানিয়েছে, একটি বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।