বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৫ ১৪৩২, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক

 প্রকাশিত: ১৭:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫

বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক

ঢাকা, সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখক, গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

এতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লেখক, গবেষক, প্রবীণ রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী নেতা।’

তিনি বলেন, ‘প্রয়াত বদরুদ্দীন উমর একজন খ্যাতিমান লেখক, গবেষক ও বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ষাটের দশকে জাতীয়তাবাদ, ধর্ম ও রাজনীতি বিষয়ে তার রচিত গ্রন্থগুলো মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে সাংস্কৃতিক চেতনা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং স্বাধীনতার আন্দোলনে প্রভাব বিস্তার করে। ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।’

তিনি আরও বলেন, বদরুদ্দীন উমর গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু অবদান রেখে গিয়েছেন। তিনি তাঁর মৃত্যুতে শোক জানান ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে তিনি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।